ইংলিশ প্রিমিয়ার: লন্ডন ডার্বিতে আর্সেনাল হারালো টটেনহ্যামকে
লন্ডন, ২৪ নভেম্বর (হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে লন্ডন ডার্বিতে আর্সেনালের মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম। হাইভোল্টেজ এই ম্যাচে টটেনহ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। আর্সেনালের হয়ে হ্যাটট্রিক করেছেন এবেরেচি এজে। অন্য গোলটি করেন লিয়ান্দ্র
ইংলিশ প্রিমিয়ার: লন্ডন ডার্বিতে আর্সেনাল হারালো টটেনহ্যামকে


লন্ডন, ২৪ নভেম্বর (হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে লন্ডন ডার্বিতে আর্সেনালের মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম। হাইভোল্টেজ এই ম্যাচে টটেনহ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। আর্সেনালের হয়ে হ্যাটট্রিক করেছেন এবেরেচি এজে। অন্য গোলটি করেন লিয়ান্দ্রো ট্রসার্ড। টটেনহ্যামের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান রিশার্লিসন।

প্রিমিয়ার লিগে টানা পাঁচ জয়ের পর গত রাউন্ডে সান্ডারল্যান্ডের মাঠে ২-২ ড্র করেছিল আর্সেনাল। আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরে এসে আবার জয়ের পথে ফিরল গত তিনবারের রানার্সআপরা।

১২ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। এদিকে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে টটেনহ্যাম।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande