উত্তরাখণ্ডের তেহরিতে খাদে পড়ল বাস; মৃত ৫, আহত কমপক্ষে ২৩ জন
তেহরি, ২৪ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের তেহরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। সোমবার তেহরি জেলার নরেন্দ্র নগর এলাকার কুঞ্জপুরী-হিন্দোলাখালের কাছে প্রায় ২
উত্তরাখণ্ডের তেহরিতে খাদে পড়ল বাস; মৃত ৫, আহত কমপক্ষে ২৩ জন


তেহরি, ২৪ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের তেহরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। সোমবার তেহরি জেলার নরেন্দ্র নগর এলাকার কুঞ্জপুরী-হিন্দোলাখালের কাছে প্রায় ২৮ জন যাত্রী বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে গেলে পাঁচজন যাত্রী মারা যান।

ঋষিকেশ এইমস-এর পিআরও সন্দীপ কুমার বলেন, ৫ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। এক্স মাধ্যমে তিনি জানান, তেহরির নরেন্দ্র নগরে কুঞ্জপুরী মন্দিরের কাছে বাস দুর্ঘটনার খবর অত্যন্ত হৃদয়বিদারক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বিদেহী আত্মারা ভগবানের ঐশ্বরিক চরণে স্থান পান এবং শোকাহত পরিবারগুলিকে এই অপরিসীম শোক সহ্য করার শক্তি দিন। দুর্ঘটনায় আহতদের জেলা প্রশাসন এবং এসডিআরএফ নিকটতম হাসপাতালে পাঠিয়েছে এবং গুরুতর আহতদের ঋষিকেশ এইমস-এ রেফার করা হয়েছে। এই বিষয়ে, আমি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande