
উত্তর ২৪ পরগণা, ২৪ নভেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগণার হাকিমপুর চেক পোস্ট পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বললেন স্থানীয় মানুষদের সঙ্গে।
সোমবার হাকিমপুর সীমান্তে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিনকয়েক আগে হাকিমপুর চেক পোস্টে বাংলাদেশিরা জমায়েত করেছিলেন। এদিন অবশ্য সেখানে কোনও অবৈধ বাংলাদেশিদের দেখতে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা ভিড় জমান রাজ্যপালকে দেখার জন্য। কনভয় থামিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল।
রাজ্যে অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলার মধ্যেই সরাসরি সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সীমান্তে নানা গোষ্ঠীর মানুষের জমায়েত, অনুপ্রবেশের অভিযোগ এবং তার জেরে রাজনৈতিক তরজা—একাধিক ইস্যুতে রাজ্য উত্তাল। সেই আবহেই রাজ্যপালের এই সফরকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ