
কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের তরফে জানানো হয়, ধর্মেন্দ্রজীর প্রয়াণে মাননীয় রাজ্যপাল তাঁর শোকসংবেদন জানাচ্ছেন শোকাহত পরিবারবর্গ এবং এই অন্যতম বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বের লক্ষ লক্ষ অনুরাগীর প্রতি।
ধর্মেন্দ্রজি তাঁর জীবন পরিক্রমায় বহু চরিত্রে অভিনয় করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রে তাঁর আইকনিক চরিত্রের মাধ্যমে অমলিন ছাপ রেখে গেছেন। তিনি ছিলেন এক বহুমুখী অভিনেতা, যিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে অ্যাকশন, কমেডি, রোমান্সসহ নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ভারতীয় চলচ্চিত্রশিল্প তার অন্যতম মহীরুহকে হারালো।
মাননীয় রাজ্যপাল তাঁর অভিনেতা পুত্রশ্রী বাসুদেব বোসকে তাঁর পক্ষ থেকে প্রয়াত আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এবং শেষকৃত্যে অংশগ্রহণ করতে পাঠিয়েছেন।
ওম শান্তি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ধর্মেন্দ্র। কিছু দিন আগে তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়ায়। তবে সেই সময় পরিবারের তরফে জানানো হয়, অভিনেতার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। সেসময় হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল তাঁকে। তবে শেষরক্ষা হলো না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ