
কলকাতা, ২৪ নভেম্বর (হি. স.) : রাজ্য জুড়েই ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির জন্য ৭ জেলায় হেল্প ডেস্ক চালু করতে চলেছে ওয়াকফ বোর্ড। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। ওই জেলাগুলিতে খামতি রয়েছে কাজের। মূলত, হুগলি, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও কলকাতা এবং পূর্ব মেদিনীপুর। রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাস্টিস শহীদুল্লাহ মুন্সী এই প্রসঙ্গে জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু করা হবে। সেদিকেই নজর রেখে জেলার সংখ্যালঘু দফতরে একযোগে কাজ চলবে। ওয়াকফ বোর্ডের অফিসার ও জেলা সংখ্যালঘু দফতরের আধিকারিকরা ওই কাজে পূর্ণ সহযোগিতা করবেন। রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মসজিদ থেকে শুরু করে কবর স্থান সহ জনকল্যাণের উদ্দেশ্যে দান করা জমির পূর্নাঙ্গ হদিশ পেতে ও স্বচ্ছতা বজায় রাখতে ওই সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এ নিয়েই সুস্পষ্ট নীতি ঘোষণা করা হয়েছে। নতুন আইনে সেই কাজ চলছে জোর কদমেই।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত