জয়নগরে ধানক্ষেত থেকে উদ্ধার মানব কঙ্কাল, চাঞ্চল্য এলাকায়
বারুইপুর, ২৪ নভেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানার বাঁটরার পাশে রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েত এলাকায় ধানখেত থেকে উদ্ধার নরকঙ্কাল। সোমবার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায় । খবর পেয়েই ছুটে আসে জয়নগর থানার পুলিশ। ইতিমধ্যে ক
জয়নগরে ধানক্ষেত থেকে উদ্ধার মানব কঙ্কাল, চাঞ্চল্য এলাকায়


বারুইপুর, ২৪ নভেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানার বাঁটরার পাশে রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েত এলাকায় ধানখেত থেকে উদ্ধার নরকঙ্কাল। সোমবার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায় । খবর পেয়েই ছুটে আসে জয়নগর থানার পুলিশ। ইতিমধ্যে কঙ্কালটি উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, অন্যান্য দিনের মতো সোমবার সকালে প্রাতঃভ্রমণে বের হন স্থানীয় মানুষজন। তাঁরাই প্রথমে ধানখেতের মধ্যে কঙ্কালটি দেখতে পান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয় পড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় স্থানীয় জয়নগর থানায়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া কঙ্কালটি পুরুষের। উদ্ধার হওয়া কঙ্কালটির আশেপাশে বেশ কিছু কাপড় জামাও উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে দাবি। অন্যদিকে ওই মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পাশের বকুলতলা থানার ব্যাটরা গ্রামের নিখোঁজ থাকা বছর ৩৬ এর সৌভিক হালদারের পরিবার ঘটনাস্থলে চলে আসে। পরিবারের দাবি, উদ্ধার হওয়া কঙ্কালটি সৌভিক হালদারের। পরনের পোশাক দেখে এমনটাই দাবি পরিবারের। ঘটনাস্থলে গিয়েছে জয়নগর থানা এবং বকুলতলা থানার পুলিশ আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande