আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কেরলের বিস্তীর্ণ এলাকায়
তিরুবনন্তপুরম, ২৪ নভেম্বর (হি.স.): উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কেরলে। সপ্তাহের শুরুতেই তাই বিপর্যস্ত জনজীবন। দক্ষিণী ওই রাজ্যের সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কেরলের বিস্তীর্ণ এলাকায়
আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কেরলের বিস্তীর্ণ এলাকায়


তিরুবনন্তপুরম, ২৪ নভেম্বর (হি.স.): উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কেরলে। সপ্তাহের শুরুতেই তাই বিপর্যস্ত জনজীবন। দক্ষিণী ওই রাজ্যের সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কেরলের বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে সতর্ক করা হয়েছে রাজ্যবাসীকে।

একই সঙ্গে এ দিন সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে পুদুচেরি এবং করাইকল এলাকাতেও। গত শনিবার থেকেই ওই দুই এলাকায় বৃষ্টি শুরু হয়েছিল। এ দিন সকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। বহু এলাকা জলমগ্ন। পুদুচেরির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সোমবার ওই দুই এলাকার সব স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande