
মুম্বই, ২৪ নভেম্বর (হি.স.): আরও শক্তি বাড়ল ভারতের। সোমবার ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল রণতরী আইএনএস মাহে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এদিন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেন আইএনএস মাহে রণতরীকে। ৮০ শতাংশের বেশি স্বদেশী সামগ্রী-সহ মাহে রণতরীর নকশা, নির্মাণ এবং একীকরণে ভারতের ক্রমবর্ধমান দক্ষতা প্রদর্শন করে।
সেনাপ্রধান এদিন বলেন, কোচি শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক আইএনএস মাহে-র সফল সরবরাহ শ্রেষ্ঠত্ব ও পেশাদারিত্বের এক উদাহরণ। দেশ শান্তিতে ঘুমাবে, কারণ আইএনএস মাহে সজাগ থাকবে এবং ভারতের তেরঙ্গা সমুদ্রের ওপারে উঁচুতে উড়বে কারণ আইএনএস মাহে তা রক্ষা করবে। সশস্ত্র বাহিনীর শক্তি সমন্বয়ের মধ্যে নিহিত। সমুদ্র, স্থল এবং আকাশ জাতীয় নিরাপত্তার এক ধারাবাহিকতা গঠন করে। সমুদ্রের গভীর থেকে সর্বোচ্চ সীমান্ত পর্যন্ত সমন্বিতভাবে কাজ করার আমাদের ক্ষমতা আমাদের দেশের নিরাপত্তা নির্ধারণ করবে। অপারেশন সিঁদুর ছিল সেই সমন্বয়ের একটি উপযুক্ত উদাহরণ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা