
গুয়াহাটি, ২৪ নভেম্বর (হি.স.) : দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে চাপা পড়ল ভারত। সফরকারীদের ৪৮৯ রানের উত্তর দিতে গিয়ে ভারতের প্রথম ইনিংস ২০১ রানেই গুটিয়ে যায়। ২৮৮ রানে এগিয়ে থাকলেও ভারতকে ফলো-অন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। কোনও উইকেট না হারিয়ে ২৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে প্রোটিয়ারা, এগিয়ে আছে ৩১৪ রানে।
১৩ রান নিয়ে রায়ান রিকেলটন ও ১২ রান নিয়ে এইডেন মার্করাম উইকেটে আছেন।
ওপেনিং জুটিতে ভারত করেছিল ৬৫ রান। লোকেশ রাহুল ২২ রান করে কেশভ মহারাজের শিকার হলে এই জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে আরও ৩০ রান যোগ করেন যশ্বস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। ৫৮ রান করা জয়সওয়ালকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাইমন হার্মার।
ভারতের হয়ে আর কেউই জয়সওয়ালের চেয়ে বেশি রান করতে পারেননি। ওয়াশিংটন সুন্দর করেছেন ৪৮ রান। ১২২ রানের মধ্যে ভারত হারিয়ে ফেলে আরও ৫ উইকেট। সেখান থেকে ভারত আর ঘুরে দাঁড়াতে পারেনি। কোনওমতে দু'শো করেছে ভারত।
কুলদীপ যাদব ১৩৪ বল খেলে করেন ১৯ রান। তবে কুলদীপ প্রতিরোধ গড়লেও আর কেউই তাকে সাহায্য করেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে একাই ৬ উইকেট নিয়েছেন জেনসেন। হার্মার নেন ৩ উইকেট। বাকি এক উইকেট মহারাজের। উল্লেখ্য কলকাতা টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি