প্রধান বিচারপতি সূর্য কান্তকে শুভেচ্ছা কংগ্রেস সভাপতি খাড়গে-র
নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সূর্য কান্তকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার সকালেই দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সূর্য কান্ত। এক্স মাধ্যমে মল্লিকার্জুন খাড়গে জান
প্রধান বিচারপতি সূর্য কান্তকে শুভেচ্ছা কংগ্রেস সভাপতি খাড়গে-র


নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সূর্য কান্তকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার সকালেই দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সূর্য কান্ত।

এক্স মাধ্যমে মল্লিকার্জুন খাড়গে জানান, ভারতের ৫৩-তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের জন্য বিচারপতি সূর্য কান্তকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিশ্চিত তাঁর নেতৃত্বে, সাংবিধানিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক শক্তি এবং আইনের শাসনের প্রতি জনসাধারণের আস্থা আরও শক্তিশালী হবে, যা প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচারের প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, দেশের প্রধান বিচারপতি হিসাবে সোমবার শপথ নেন বিচারপতি সূর্য কান্ত। ২৩ নভেম্বর প্রধান বিচারপতি পদে মেয়াদ শেষ হয়েছে বিচারপতি বিআর গাভাইয়ের। এ বার দেশের ৫৩-তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন বিচারপতি কান্ত। তিনি এক বছর দু’মাস ওই পদে বহাল থাকবেন। প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande