ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দু’পাতার একটি চিঠি লিখেছেন তিনি। দু’টি গুরুতর বিষয় নিয়ে মুখ্য
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার দু’পাতার একটি চিঠি লিখেছেন তিনি। দু’টি গুরুতর বিষয় নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমটি এসআইআরের কাজে বেসরকারি বা ঠিকাকর্মী নিয়োগ নিয়ে। আর দ্বিতীয়টি বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র করা নিয়ে নির্বাচন কমিশনের মতামত চাওয়া প্রসঙ্গে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, এতদিন ডেটা এন্ট্রি সংক্রান্ত জরুরি কাজের জন্য জেলা প্রশাসনই প্রয়োজনমতো অস্থায়ী কর্মী নিয়োগ করত। বর্তমানে BSK কর্মী এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে কাজও চলছে স্বাভাবিকভাবেই। তা হলে হঠাৎ করেই সিইও দফতরের পক্ষ থেকে আলাদা করে বছরভর বিপুল সংখ্যক কর্মী নিয়োগের দরপত্র কেন? কোনও বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতেই কি এই প্রক্রিয়া?— এমনই প্রশ্ন তুলেছেন মমতা।

চিঠিতে আরও তীব্র আপত্তি রয়েছে বেসরকারি আবাসন কমপ্লেক্সের ভিতরে ভোটগ্রহণ কেন্দ্র বসানো নিয়ে। মমতার যুক্তি— ভোটকেন্দ্র সবসময় সরকারি বা আধা-সরকারি ভবনে স্থাপিত হওয়াই নিয়ম। এতে জনসাধারণের সমান প্রবেশাধিকার নিশ্চিত হয়। বেসরকারি প্রাঙ্গণ ব্যবহারে প্রশ্ন উঠতে পারে নিরপেক্ষতার। ‘সুবিধাভোগী’ বনাম ‘অসুবিধাভোগী’— এই বিভাজন তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী।

তিনি লিখেছেন, “এ ধরনের সিদ্ধান্ত সরাসরি বৈষম্য তৈরি করবে। কোনও রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় কি এ সব করা হচ্ছে?”

চিঠির শেষে কমিশনের শীর্ষ কর্তাদের উদ্দেশে আবেদন রাখেন মুখ্যমন্ত্রী। বলেন, এই দু'টি বিষয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও পুনর্বিবেচনা করা হোক। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং নিরপেক্ষ ভাবমূর্তি যেন কোনওভাবেই ক্ষুণ্ণ না হয়।

মুখ্যমন্ত্রীর কথায়, “কমিশনের মর্যাদা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা সর্বোচ্চ। কোনও পরিস্থিতিতেই তা বিপন্ন হওয়া উচিত নয়।” তাঁর প্রশ্ন, এসব কার নির্দেশে করা হচ্ছে? এতে ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে যাবে বলে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande