
মুম্বই, ২৪ নভেম্বর (হি.স.): চলতি মাসের ২১ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসানি অভিনীত মস্তি ৪। তবে মুক্তির পর আশানুরূপ ফল করতে ব্যর্থ এই ছবি। বক্স অফিসের তরফে জানা গেছে , মস্তি ৪ মুক্তির প্রথম দিনে আয় করেছে ২.৭৫ কোটি টাকা । শনিবারও টাকার অঙ্কে কোনও বদল আসেনি। রবিবার ছবির আয় সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি টাকা। তিন দিনে ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ৮.৫০ কোটি টাকা। মুক্তির প্রথম সপ্তাহেই এতো কম আয় রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে পরিচালক ও প্রযোজক মহলে।
প্রসঙ্গত , ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন মিলাপ জাভেরি। প্ৰযোজনায় বালাজি মোশন পিকচার্স, মারুতি ইন্টারন্যাশনাল এবং শ্রী অধিকারী ব্রাদার্স প্রোডাকশন। ছবিটিতে অভিনয় করেছেন অভিনেতা আরশাদ ওয়ার্সি, এলনাজ নরোজি, শ্রেয়া শর্মা এবং নাতালিয়া জানোশেক। এছাড়াও ছবিতে অভিনেত্রী নার্গিস ফাখরিকে দেখা গেছে একটি বিশেষ ভূমিকায়। তবে ছবির গল্প দর্শকের একাংশকে প্রেক্ষাগৃহমুখী করতে পারেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক