এমএলএস কাপের ফাইনালে মেসির মায়ামি
ফ্লোরিডা, ২৪ নভেম্বর (হি.স.): লিওনেল মেসির ১ গোল ও ৩ অ্যাসিস্টে সিনসিনাতিকে হারিয়ে এমএলএস প্লেঅফ কাপের ফাইনালে উঠলো মেসির ইন্টার মায়ামি। তারা সিনসিনাতিকে হারিয়েছে ৪-০ গোলে। কোয়াটার ফাইনালে নাশভিলের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল মিয়ামি। ইন্টার ম
এমএলএস কাপের ফাইনালে   মেসির মায়ামি


ফ্লোরিডা, ২৪ নভেম্বর (হি.স.): লিওনেল মেসির ১ গোল ও ৩ অ্যাসিস্টে সিনসিনাতিকে হারিয়ে এমএলএস প্লেঅফ কাপের ফাইনালে উঠলো মেসির ইন্টার মায়ামি। তারা সিনসিনাতিকে হারিয়েছে ৪-০ গোলে। কোয়াটার ফাইনালে নাশভিলের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল মিয়ামি।

ইন্টার মায়ামি এবারই প্রথম এমএলএস প্লেঅফ কাপের ফাইনালে উঠল। ক্লাবের ইতিহাসে তো পারেইনি, ইন্টার মায়ামি লিওনেল মেসিকে দলে নেওয়ার পর দুই প্রথম মরসুমে ফাইনাল ওঠা দূরের কথা, প্লেঅফেও উঠতে পারেনি। গত মরসুমে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। ২০২৩ মরসুমেও প্লেঅফে উঠতে পারেনি।

মেসি এক গোলতো করেছেন, আর পরের সবগুলো গোলে অবদান রাখেন। মাতেও সিলভেতিকে দিয়ে গোল করার পর জোড়া অ্যাসিস্ট করেন তাদেও অ্যালেন্দের গোলে। ফাইনালে মুখোমুখি হবে নিউইর্য়ক সিটির সঙ্গে।

মেজর লিগ সকারে এই মরসুমটা মেসির দারুন গেল। প্রথম পর্বে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট পুরস্কার জিতেছিলেন। এই সাফল্যের জন্য জায়গা করে নিয়েছিলেন বর্ষসেরা একাদশেও। এছাড়া মেসি লিগসেরা একাদশেও গত মরসুমে জায়গা করে নিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande