সোনিপতে পণ্যবাহী গাড়ির ধাক্কায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু
চণ্ডীগড়, ২৪ নভেম্বর (হি.স.): হরিয়ানার সোনিপতে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সোমবার হরিয়ানার বুধাখেদা গ্রামের গোহানা-জিন্দ সড়কে। উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পণ্যবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারায় মা ও ছেলে। মৃতদের নাম নীতু ও প
সোনিপতে পণ্যবাহী গাড়ির ধাক্কায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু


চণ্ডীগড়, ২৪ নভেম্বর (হি.স.): হরিয়ানার সোনিপতে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সোমবার হরিয়ানার বুধাখেদা গ্রামের গোহানা-জিন্দ সড়কে। উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পণ্যবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারায় মা ও ছেলে। মৃতদের নাম নীতু ও পরমজিৎ। ঘটনার পর থেকে পলাতক পণ্যবাহী গাড়ির চালক।

এদিন বুধাখেদা গ্রামের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন , নীতু ও পরমজিৎ পরিবারের সঙ্গে উত্তর প্রদেশে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। এদিন ভোরে হঠাৎই পরমজিৎ-এর শরীর খারাপ হওয়ায় তাঁর মা নীতু ওষুধ খাওয়ানোর জন্য তাকে নিয়ে গাড়ির বাইরে নিয়ে আসে। তখনই উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পণ্যবাহী গাড়ি তাদের সজোরে ধাক্কা মারে। এরপর পরিবারের সদস্যরা চালককে আটক করলেও পুলিশ আসার আগেই সে পালিয়ে যায়। গুরুতরভাবে আহত নীতু ও পরমজিৎকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande