প্রবল গতিতে বাইক চালিয়ে দুর্ঘটনা, তালদিতে মর্মান্তিক মৃত্যু সদ্য বিবাহিত দম্পতির
দক্ষিণ ২৪ পরগনা, ২৪ নভেম্বর, (হি.স.): প্রবল গতিতে বাইক চালানোই কাল হল! ভয়াবহ দুর্ঘটনায় রাস্তায় ছিটকে গেলেন স্বামী-স্ত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হল সদ্য বিবাহিত ওই দম্পতির। ঘটনাটি ঘটেছে তালদি রাজাপুর এলাকায়। ওই দম্পতির নাম কৌশিক মিস্ত্রী ও রেশমি সাউ ম
প্রবল গতিতে বাইক চালিয়ে দুর্ঘটনা, তালদিতে মর্মান্তিক মৃত্যু সদ্য বিবাহিত দম্পতির


দক্ষিণ ২৪ পরগনা, ২৪ নভেম্বর, (হি.স.): প্রবল গতিতে বাইক চালানোই কাল হল! ভয়াবহ দুর্ঘটনায় রাস্তায় ছিটকে গেলেন স্বামী-স্ত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হল সদ্য বিবাহিত ওই দম্পতির।

ঘটনাটি ঘটেছে তালদি রাজাপুর এলাকায়। ওই দম্পতির নাম কৌশিক মিস্ত্রী ও রেশমি সাউ মিস্ত্রী। দুঃসংবাদ পৌঁছতেই পরিবারে শোকের ছায়া নেমেছে। কৌশিক ও রেশমির বছর খানেক আগে বিয়ে হয়েছিল। ওই দম্পতি বারুইপুরের বেলেগাছি পঞ্চায়েতের দক্ষিণ ঘোলার বাসিন্দা।

জানা গিয়েছে, সোমবার বাইক নিয়ে ওই দম্পতি বেরিয়েছিলেন। বাইকটি চালাচ্ছিলেন কৌশিক। পিছনে বসেছিলেন রেশমি। তালদি রাজাপুর এলাকার ক্যানিং-বারুইপুর রোডের বেলেগাছি পোল সংলগ্ন এলাকা দিয়ে বাইকটি যাচ্ছিল। প্রবল গতিতে ওই বাইক চালানো হছিল বলে খবর। একটি ডাম্পারের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande