বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ নীতিন নবীনের
পাটনা, ২৪ নভেম্বর (হি.স.): বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন নীতিন নবীন। দায়িত্বভার গ্রহণের পর বিহারের মন্ত্রী নীতিন নবীন বলেন, এনডিএ সরকার অতীতে বিকশিত বিহারের স্বপ্ন পূরণের জন্য কাজ করেছে। আমরা আগামী পাঁচ বছর ধরে
বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ নীতিন নবীনের


পাটনা, ২৪ নভেম্বর (হি.স.): বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন নীতিন নবীন। দায়িত্বভার গ্রহণের পর বিহারের মন্ত্রী নীতিন নবীন বলেন, এনডিএ সরকার অতীতে বিকশিত বিহারের স্বপ্ন পূরণের জন্য কাজ করেছে। আমরা আগামী পাঁচ বছর ধরে তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব। গত ২০ বছরে মুখ্যমন্ত্রী প্রগতি যাত্রার মাধ্যমে যে রোডম্যাপটি এগিয়ে নিয়েছেন তা আরও ত্বরান্বিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উন্নতমানের রাস্তা নির্মাণ। আমরা ৪ ঘন্টার যাত্রাপথের মধ্যে পাটনাকে রাজ্যের প্রতিটি কোণের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করব। সবচেয়ে বড় বিষয় হবে উন্নতমানের রাস্তা নির্মাণ এবং নতুন এক্সপ্রেসওয়ে এবং রিং রোডের স্বপ্ন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande