গণতন্ত্রকে মজবুত করতে এসআইআর জরুরি : নিত্যানন্দ রাই
পাটনা, ২৪ নভেম্বর (হি.স.): গণতন্ত্রকে মজবুত করতে এসআইআর জরুরি, এমনই অভিমত পোষণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিত্যানন্দ রাই। একইসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন নিত্যানন্দ রাই। সোমবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে
নিত্যানন্দ রাই


পাটনা, ২৪ নভেম্বর (হি.স.): গণতন্ত্রকে মজবুত করতে এসআইআর জরুরি, এমনই অভিমত পোষণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিত্যানন্দ রাই। একইসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন নিত্যানন্দ রাই। সোমবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিত্যানন্দ বলেন, রাহুল গান্ধী প্রশ্ন তুলছেন, কিন্তু গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এসআইআর প্রতিটি দৃষ্টিকোণ থেকে অত্যন্ত অপরিহার্য। যারা আমাদের দেশে অনুপ্রবেশ করেছে এবং অবৈধ নথি ব্যবহার করে ভোটার তালিকায় নিজেদের নাম নিবন্ধিত করেছে, তা সে বিহার, পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনও রাজ্যেই হোক না কেন, তাদের অবশ্যই বহিষ্কার করতে হবে। ভারতের বিরোধী দলগুলি তোষণের নীতির অধীনে তাদের সমর্থন করছে, যা দেশের বা যুব সমাজের স্বার্থে নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande