
রিয়াধ, ২৪ নভেম্বর (হি.স.): সৌদি প্রো লিগে সহজ জয় পেল আল নাসর। ঘরের মাঠে রবিবার রাতে আল খালিজকে ৪-১ গোলে হারিয়েছে তারা।
৪০ বছরের তার বর্ণাঢ্য কেরিয়ার জুড়ে অনেক দর্শনীয় গোলের দেখা মিলেছে, তার মধ্যে রবিবার রাতে একটির দেখা মিলল সৌদি প্রো লিগে আল নাসর ও আল খালিজের ম্যাচে।
রোনাল্ডে গোলটি করেছেন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। তার আগে গোল পেয়েছেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি ও সাদিও মানে।
রোনাল্ডোর কেরিয়ারে এখন গোলসংখ্যা হলো ৯৫৪, এবারের সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১০টি। একটি গোল বেশি করে লিগের সর্বোচ্চ স্কোরার আছেন কেবল ক্লাব সতীর্থ ফেলিক্স।
৯ ম্যাচে শতভাগ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল হিলাল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি