প্রকাশিত হল খড়্গপুর আইআইটি-র ওপর ডাক টিকিট
বীরভূম, ২৪ নভেম্বর, (হি.স.): সোমবার ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশিত হল খড়্গপুরে দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) ডাক টিকিট। শান্তিনিকেতনের রাঙাবিতানে আনুষ্ঠানিক ভাবে ডাক টিকিট প্রকাশ পেল৷ আইআইটি খড়গপুরের ক্যাম্পাসের ছবি দেওয়া
প্রকাশিত হল খড়্গপুর আইআইটি-র ওপর ডাক টিকিট


বীরভূম, ২৪ নভেম্বর, (হি.স.): সোমবার ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশিত হল খড়্গপুরে দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) ডাক টিকিট। শান্তিনিকেতনের রাঙাবিতানে আনুষ্ঠানিক ভাবে ডাক টিকিট প্রকাশ পেল৷ আইআইটি খড়গপুরের ক্যাম্পাসের ছবি দেওয়া প্রায় ১ লক্ষ ৬৪ হাজার ডাক টিকিট এদিন থেকে দেশের ১ লক্ষ ডাকঘরে মিলবে৷

ডাক টিকিট প্রকাশের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতাস্থিত আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি গাইল্‌স-ডিয়াজ, রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার, আমেরিকার আইআইটি খড়গপুরের ফাউন্ডেশন প্রেসিডেন্ট অশোক দে সরকার।

সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী৷ তিনি বলেন, দেশের সব ডাকঘরে পাওয়া যাবে এই টিকিট। শান্তিনিকেতন হল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি। তাই এখানে আমরা এই অনুষ্ঠান করলাম৷

এই মুহূর্তে সারা দেশে আইআইটির সংখ্যা ২৩টি৷ তবে ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫১ সালে দেশের প্রথম আইআইটি তৈরি হয়েছিল খড়গপুরে৷ এবার এই প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি হতে চলেছে৷

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande