রামমন্দিরে ধ্বজারোহণ মঙ্গলবার, সুরক্ষা আঁটোসাঁটো অযোধ্যায়
অযোধ্যা, ২৪ নভেম্বর (হি.স.): অপেক্ষা এবার শেষ হতে চলেছে, মঙ্গলবার অযোধ্যার রাম মন্দিরের ১৬১ ফুট উঁচু চূড়ায় স্থাপিত ৪২ ফুট দীর্ঘ স্তম্ভে একটি বিশাল গেরুয়া রঙের ধ্বজা বা পতাকা উত্তোলন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রীয় স্বয
রামমন্দিরে ধ্বজারোহণ মঙ্গলবার, সুরক্ষা আঁটোসাঁটো অযোধ্যায়


অযোধ্যা, ২৪ নভেম্বর (হি.স.): অপেক্ষা এবার শেষ হতে চলেছে, মঙ্গলবার অযোধ্যার রাম মন্দিরের ১৬১ ফুট উঁচু চূড়ায় স্থাপিত ৪২ ফুট দীর্ঘ স্তম্ভে একটি বিশাল গেরুয়া রঙের ধ্বজা বা পতাকা উত্তোলন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত উপস্থিত থাকবেন।

দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ‘অভিজিৎ মুহূর্ত’ রয়েছে। অভিজিৎ মুহূর্তেই রামের জন্ম হয়েছিল। তাই এই সময়টিকেই ‘ধ্বজারোহণ’ অর্থাৎ, পতাকা উত্তোলনের জন্য নির্ধারণ করা হয়েছে। বোতাম টিপে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে পতাকাটি উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। ১০ সেকেন্ডের মধ্যে তা রাম মন্দিরের মাথায় উড়তে শুরু করবে।

ইতিমধ্যেই অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। আগামীকাল ধ্বজারোহণ অনুষ্ঠানের আগে শ্রী রাম জন্মভূমি মন্দিরে র‌্যাপিড অ্যাকশন ফোর্স-এর দল মোতায়েন করা হয়েছে। পুণ্যার্থীদের আগমনও শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande