এসআইআর-এর নাম নথিভুক্তির রিপোর্টে সতর্ক শাসক শিবির
Ruling camp cautious over SIR registration report
এসআইআর-এর নাম নথিভুক্তির রিপোর্টে সতর্ক শাসক শিবির


কলকাতা, ২৪ নভেম্বর, (হি.স.): তৃণমূলের প্রায় ৩৫ শতাংশ বিএলএ-২’র নাম নথিভুক্ত হয়নি কমিশনে। এই সংক্রান্ত এক রিপোর্ট হাতে পেয়ে আরও সতর্ক শাসক শিবির। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারচুয়াল বৈঠকে এনিয়ে আলোকপাত করেন। সব নিয়ে ৬ ডিসেম্বর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন অভিষেক।

দায়িত্বপ্রাপ্তদের প্রতি তাঁর নির্দেশ, ”ওয়ারুম থেকে ফোন করিয়ে BLA-2 কে সক্রিয় করতে হবে। ১০০% আবেদনপত্র যাতে জমা পড়ে তা খতিয়ে দেখা এবং BLA-2দের নথিভূক্তিকরণ – এই দুটো কাজ। মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় প্রত্যেক বিধায়ক ১৫ টা করে BLA-2 কে ফোন করবেন। এই সময় কেউ কাজে গাফিলতি করলে দল ক্ষমা করবে না, মানুষ ক্ষমা করবে না।”

কোথায় কেমন কাজ হচ্ছে, সে বিষয়ে বলতে গিয়ে অভিষেকের বক্তব্য, ”কোচবিহারের ক্ষেত্রে পরিস্থিতি খারাপ। কারও সঙ্গে ব্যক্তিগত ফারাক থাকতে পারে। কিন্তু দলের কাজে এই লড়াইয়ের সময় একসঙ্গে থাকতে হবে। অনেক জায়গায় ঠিকমতো ভোট রক্ষা শিবির করতে হবে। শিবির নজরদারি বাড়াতে হবে। এসব জায়গায় জনসভাও চলবে। একটা বুথে দু’টি করে বৈঠক করতে হবে।”

প্রসঙ্গত, জনস্বার্থে বঙ্গে সুষ্ঠুভাবে এসআইআর সম্পন্ন করতে অত্যন্ত মনোযোগের সঙ্গে ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস। গোটা প্রক্রিয়াকে কেন্দ্রের শাসকদলের ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে অভিযোগ তুললেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে জনতার যাতে বিন্দুমাত্র সমস্যা না হয়, তার জন্য দলকে মাঠে নামানো হয়েছে। শেষ ধাপের কাজ যাতে সময়ের মধ্যে নির্ভুলভাবে সম্পন্ন হয়, তার জন্য মন্ত্রী, বিধায়কদের স্পষ্ট নির্দেশ দিলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande