
নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ তথা পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, রাহুল গান্ধী বিহার নির্বাচনে খুব পরিশ্রম করেছিলেন। তিনি পুকুরে ডুবও দিয়েছিলেন। কিন্তু ফলাফল সবাই জানেন। এসআইআর ১২টি রাজ্যে হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি হট্টগোল হচ্ছে পশ্চিমবঙ্গে। এর কারণ কী? আমাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশের ২,২০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। এমন একটি রাজ্যে এত দীর্ঘ এবং উন্মুক্ত সীমান্তে, যদি কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযান না হয়, যদি রাজনৈতিক ঐকমত্য না থাকে এবং জনগণের মধ্যে সচেতনতা না থাকে, তাহলে মানব পাচার বন্ধ করা যাবে না। জনসংখ্যার পরিবর্তন দৃশ্যমান। কোনও শক্তিই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের মতো ক্ষমতায় আনতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ 'মহা জঙ্গল রাজ' সরকারকে শেষ করে দেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা