সিরি আ: মিলান ডার্বি জিতে টেবিলের দুইয়ে উঠে এল এসি মিলান
মিলান, ২৪ নভেম্বর (হি.স.): ইতালির ঐতিহ্যবাহী দুই ক্লাব ইন্টার ও এসি মিলানের লড়াই ছিল রবিবার। যেটাকে বলা হয়ে থাকে মিলান ডার্বি। সেই ডার্বিতে জয়ের পর টেবিলের দুইয়ে উঠে গেল এসি মিলান। রবিবার সান সিরোতে ইন্টারকে ১-০ গোলে হারালো এসি মিলান। ৫৩ মিনিটে
সিরি আ: মিলান ডার্বি জিতে টেবিলের দুইয়ে উঠে এল এসি মিলান


মিলান, ২৪ নভেম্বর (হি.স.): ইতালির ঐতিহ্যবাহী দুই ক্লাব ইন্টার ও এসি মিলানের লড়াই ছিল রবিবার। যেটাকে বলা হয়ে থাকে মিলান ডার্বি। সেই ডার্বিতে জয়ের পর টেবিলের দুইয়ে উঠে গেল এসি মিলান। রবিবার সান সিরোতে ইন্টারকে ১-০ গোলে হারালো এসি মিলান। ৫৩ মিনিটে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিচ।

ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইন্টার। পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল ছিল ইন্টারের খেলোয়াড়দের দখলে। তার পাশাপাশি প্রতিপক্ষের গোলমুখে ২০টি শট নিয়েছে ইন্টারের ফুটবলাররা। তবে গোল করতে পারেনি তারা। মিলানের গোলকিপারের অসাধারণ সব সেভের জন্য রক্ষা পায় সফরকারীরা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চারে ইন্টার। আর ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রোমা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande