
নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা শুধু ভারতের জন্যই নয়, বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ, এই মন্তব্য করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ চৌহান। তিনি বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কেবল ভারতের জন্যই নয়, বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ, যাতে মানুষের পর্যাপ্ত শস্য, ফল এবং শাকসবজি থাকে। আরেকটি উদ্বেগের বিষয়, বিশেষ করে ভারতীয় প্রেক্ষাপটে, কৃষকদের জীবিকা নিশ্চিত করা। আমাদের এমন কৃষিকাজ পদ্ধতি সক্ষম করতে হবে যা কৃষকদের তাদের দৈনন্দিন জীবনযাপনের সুযোগ করে দেয়।
সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ভারতের প্রাচীন কাহিনীতে, দেবতাদের বাহন হয় পশু নয়তো পাখি। এটি আমাদের চিন্তাভাবনার প্রতিফলন ঘটায়। যখন আপনি দেবী লক্ষ্মীকে ডাকেন, তিনি পেঁচার পিঠে চড়ে আসেন; সরস্বতী রাজহাঁসের পিঠে চড়ে আসেন; দুর্গা সিংহের পিঠে চড়ে আসেন; গণেশ ইঁদুরের পিঠে চড়েন; কার্তিকেয় ময়ূরের পিঠে চড়েন। এর অর্থ কী? এটি বিশ্বাসকে প্রকাশ করে যে এই প্রাণীদেরও চেতনা রয়েছে। বিজ্ঞানীদের কাছে এটি অস্বাভাবিক মনে হতে পারে, তবে আমি বলব এটি অর্থপূর্ণ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা