
পেশোয়ার, ২৪ নভেম্বর (হি.স.): পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনী ‘ফ্রন্টিয়ার কোর’-এর সদর দফতরে হামলা চালাল বন্দুকধারী আততায়ীরা আত্মঘাতী বোমা বিস্ফোরণে বাহিনীর অন্তত তিন জওয়ানের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দফতরে হামলা চালায় দুই হামলাকারী। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তারা। বিস্ফোরণের জেরে অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
পাকিস্তানের আধা সামরিক বাহিনী ‘ফ্রন্টিয়ার কোর’-এর সদর দফতরটি রয়েছে পেশোয়ারের ঘনবসতিপূর্ণ এলাকায়। কাছেই রয়েছে পাক সেনার ক্যান্টনমেন্ট। তাই ওই এলাকায় এই ধরনের ঘটনায় চিন্তিত পাক পুলিশ-প্রশাসনও। আপাতত এলাকাটি ঘিরে রেখেছে সেনা ও পুলিশ বাহিনী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা