ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক সুকান্ত মজুমদারের
কলকাতা, ২৪ নভেম্বর, (হি.স.): “ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রিয় এবং প্রতীকী কিংবদন্তি ধর্মেন্দ্রজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত।” সোমবার এক্সবার্তায় প্রয়াত অভিনেতার ছবি যুক্ত করে এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু
ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক সুকান্ত মজুমদারের


কলকাতা, ২৪ নভেম্বর, (হি.স.): “ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রিয় এবং প্রতীকী কিংবদন্তি ধর্মেন্দ্রজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত।” সোমবার এক্সবার্তায় প্রয়াত অভিনেতার ছবি যুক্ত করে এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, “তাঁর কালজয়ী অভিনয়, সহজাত নম্রতা এবং চৌম্বকীয় উপস্থিতি চলচ্চিত্রপ্রেমী এবং শিল্পীদের প্রজন্মকে গড়ে তুলেছিল। ভারত এক অপূরণীয় রত্নকে হারিয়েছে। তাঁর পরিবার, সহকর্মী এবং অগণিত ভক্তর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। ওম শান্তি।”

প্রসঙ্গত, বলিউডের 'হি-ম্যান' নামে পরিচিত অভিনেতা ধর্মেন্দ্র সোমবার ৮৯ বছর বয়সে প্রয়াত হন। দীর্ঘ অসুস্থতার পর তিনি মুম্বইয়ের জুহুতে নিজের বাড়িতেই মারা যান। এর আগে শ্বাসকষ্টের কারণে তাঁকে অক্টোবরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১২ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande