
শ্রীনগর, ২৪ নভেম্বর (হি.স.): পারদ নামলো শ্রীনগরে। সোমবার আবহাওয়া দফতর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী , রবিবার রাতে শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পহেলগামের তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গের তাপমাত্রা মাইনাস ১.৯ ডিগ্রি সেলসিয়াস।
ইতিমধ্যেই সমগ্র দক্ষিণ কাশ্মীর জুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। পুলওয়ামায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস এবং শোপিয়ানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও মধ্য কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ছিল হিমাঙ্কের অনেক নীচে। কুপওয়ারায় তাপমাত্রা মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস, বুদগামে মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বারামুল্লায় তাপমাত্রা কমে দাঁড়িয়েছে মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে অবন্তীপোরা এবং সোনামার্গে তাপমাত্রা মাইনাস ৩.২ ডিগ্রি। পাম্পোরে তাপমাত্রা মাইনাস ৪.৫ ডিগ্রি সেলসিয়াস ।
অন্যদিকে কাটরায় এবং কাঠুয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস। তবে, উচ্চতর অঞ্চলে উল্লেখযোগ্যভাবে কমেছে তাপমাত্রা। বানিহালে মাইনাস ১.২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজৌরিতে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৮.২ ডিগ্রি সেলসিয়াস , কার্গিলে তাপমাত্রা মাইনাস ৮.৬ ডিগ্রি সেলসিয়াস । দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক