
বীরভূম, ২৪ নভেম্বর, (হি.স.): এবার বিদেশেও ছড়িয়ে পড়তে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর (আইআইটি খড়গপুর)৷ এবার আমেরিকায় আইআইটি খড়গপুরের দ্বিতীয় শাখা চালু হতে চলেছে৷
আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী সোমবার শান্তিনিকেতনে সাংবাদিকদের বলেন, আমেরিকায় আমরা একটা আউটরিচ সেন্টার করার পরিকল্পনা করেছি৷ ইতিমধ্যেই যাবতীয় রিপোর্ট ভারত সরকারকে দেওয়া হয়েছে। আমাদের এক প্রাক্তনীর দান করা বাড়িতেই শিক্ষা বিস্তারের লক্ষ্যে এই সেন্টার গড়ার পরিকল্পনা করা হয়েছে।
প্রসঙ্গত, আইআইটি খড়গপুরের প্রাক্তনী অশোক দে আমেরিকার টেক্সাস অঞ্চলের হিউস্টন শহরে একটি বড় বাড়ি দান করেছেন। সেই বাড়িতে খড়গপুর আইআইটি-র একটি শাখা চালু করা হবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এমনকি, শিক্ষামন্ত্রকে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে আইআইটি খড়গপুর।
তবে মার্কিন মুলুক এই আউটরিচ সেন্টারটিতে শুধুমাত্র প্রযুক্তি বিষয়ক বিষয়ে পঠনপাঠন হবে, তা নয়৷ বিভিন্ন সামাজিক বিষয়েও পঠনপাঠনের চিন্তাভাবনা রয়েছে আইআইটি খড়গপুরের।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত