
নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): রাম মন্দিরে ধ্বজারোহণ নিয়ে আনন্দ ও উৎসাহের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, ভগবান শ্রী রাম হলেন ভারতের আত্মা, চেতনা এবং গর্বের ভিত্তি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আগামীকাল, সকাল ১০টা নাগাদ, আমি অযোধ্যার ঐশ্বরিক শ্রী রাম জন্মভূমি মন্দির চত্বর পরিদর্শন এবং পুজো করার সুযোগ পাব। এর পরে, দুপুর ১২টা নাগাদ, আমি শ্রী রাম লালার পবিত্র মন্দিরের চূড়ায় আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলনের ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করব। এই পতাকা ভগবান শ্রী রামের তেজ, সাহস এবং আদর্শের প্রতীক, সেইসাথে আমাদের বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক। জয় শ্রী রাম! ইতিমধ্যেই সেজে উঠেছে রামমন্দির। পুণ্যার্থীদের আগমন শুরু হয়েছে। সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাম নগরী অযোধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা