দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা মহানাগরিকের
কলকাতা, ২৪ নভেম্বর (হি. স.) : যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হয়েছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের প্রয়াণ বার্ষিকী। কলকাতা পুরসভার তরফেও সোমবার চিত্তরঞ্জন দাশ মেমোরিয়াল তথা কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। মহানাগরিক ফ
দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা মহানাগরিকের


কলকাতা, ২৪ নভেম্বর (হি. স.) : যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হয়েছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের প্রয়াণ বার্ষিকী। কলকাতা পুরসভার তরফেও সোমবার চিত্তরঞ্জন দাশ মেমোরিয়াল তথা কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। মহানাগরিক ফিরহাদ হাকিম তাঁর স্মৃতিতেই পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। এছাড়াও শ্রদ্ধা নিবেদন পর্বে কলকাতা পুরসভার চেয়ারপার্সন ও দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় উপস্থিত ছিলেন। সেইসঙ্গে মেয়র পারিষদ ও কাউন্সিলররা সোমবার সকালে সেখানে শ্রদ্ধা জানিয়েছেন। কলকাতা পুরসভার তথ্য ও জনসংযোগ বিভাগের তরফেও শ্রদ্ধা নিবেদনের জন্যে আয়োজন করা হয়।

উল্লেখ্য, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের নিজের বক্তব্য সেখানেই সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। সেই অনুযায়ী, -

জীবিতাবস্থায় আমি যে শির কাহারও নিকট অবনত করি নাই মৃত্যুর পরেও যেন আমার সেই শির অবনমিত করা না হয় আমাকে যেন উর্দ্ধশিরে দাহ করা হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande