বাঘপতে দু'টি মেমু ট্রেনের যাত্রার সূচনা, যাত্রীদের সঙ্গেও কথা বললেন রেলমন্ত্রী বৈষ্ণব
বাঘপত, ২৪ নভেম্বর (হি.স.): রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী সোমবার উত্তর প্রদেশের বাঘপতের বারাউত স্টেশন থেকে দিল্লি ও শামলির মধ্যে এবং দিল্লি শাহদারা ও শামলির মধ্যে দু''টি নতুন মেমু ট্রেন পরিষেবার সূচনা করেছেন। মেমু ট্
বাঘপতে দু'টি মেমু ট্রেনের যাত্রার সূচনা, যাত্রীদের সঙ্গেও কথা বললেন রেলমন্ত্রী বৈষ্ণব


বাঘপত, ২৪ নভেম্বর (হি.স.): রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী সোমবার উত্তর প্রদেশের বাঘপতের বারাউত স্টেশন থেকে দিল্লি ও শামলির মধ্যে এবং দিল্লি শাহদারা ও শামলির মধ্যে দু'টি নতুন মেমু ট্রেন পরিষেবার সূচনা করেছেন। মেমু ট্রেনের যাত্রার সূচনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, রেলওয়ের ক্ষমতা দ্বিগুণ করার জন্য, অনেক স্টেশনে কাজ করা হচ্ছে। দিল্লি-শাহদারা স্টেশনটিকে আনন্দ বিহার টার্মিনালের মতো একটি পূর্ণাঙ্গ টার্মিনালে উন্নীত করা হচ্ছে। এটি একটি প্রধান টার্মিনালে পরিণত হতে চলেছে এবং এর মাস্টার প্ল্যান তৈরির কাজ বর্তমানে চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande