শাহজাহানপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই গরু পাচারকারী
শাহজাহানপুর, ২৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের শাহজাহানপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই গরু পাচারকারী। ঘটনাটি ঘটে রবিবার রাতে, শাহজাহানপুরের খুটার থানা এলাকার বুঝিয়া বরকলিগঞ্জ রোডে। ধৃতদের নাম ভুরে খান (৪৫) এবং জাফর (৫০), দুজনেই পিলিভিটের বাসি
শাহজাহানপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই গরু পাচারকারী


শাহজাহানপুর, ২৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের শাহজাহানপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই গরু পাচারকারী। ঘটনাটি ঘটে রবিবার রাতে, শাহজাহানপুরের খুটার থানা এলাকার বুঝিয়া বরকলিগঞ্জ রোডে। ধৃতদের নাম ভুরে খান (৪৫) এবং জাফর (৫০), দুজনেই পিলিভিটের বাসিন্দা। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ ধারালো অস্ত্র।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , বেশ কয়েকদিন আগে তুলাপুর অঞ্চল থেকে উদ্ধার হয় গরুর দেহাবশেষ। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় আগেই এক অভিযুক্ত মুজিবুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছিল পুলিশ। তার থেকেই তথ্য পাওয়া যায় এই নিয়ে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে বুঝিয়া বরকলিগঞ্জ রোডে তল্লাশি চালায়। এই অভিযানের সময় পুলিশের সঙ্গে অভিযুক্তদের গুলির লড়াই চলে । পুলিশের গুলিতে জখম হয় এক অভিযুক্ত। তাদের গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande