পুলিশের তৎপরতায় কাংড়ায় গ্রেফতার দুই মাদকপাচারকারী
ধর্মশালা, ২৪ নভেম্বর (হি.স.): পুলিশের তৎপরতায় হিমাচল প্রদেশের কাংড়ায় গ্রেফতার দুই মাদকপাচারকারী। উদ্ধার হয়েছে ৯.৭৮ গ্রাম মাদকদ্রব্য। ধৃতদের নাম নিখিল ও অভিনন্দন শর্মা। দুজনেই শাহপুর তহসিলের বাসিন্দা। সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , ধৃতরা
পুলিশের তৎপরতায় কাংড়ায় গ্রেফতার দুই মাদকপাচারকারী


ধর্মশালা, ২৪ নভেম্বর (হি.স.): পুলিশের তৎপরতায় হিমাচল প্রদেশের কাংড়ায় গ্রেফতার দুই মাদকপাচারকারী। উদ্ধার হয়েছে ৯.৭৮ গ্রাম মাদকদ্রব্য। ধৃতদের নাম নিখিল ও অভিনন্দন শর্মা। দুজনেই শাহপুর তহসিলের বাসিন্দা।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , ধৃতরা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। তাদের উপর নিয়মিত নজর রাখতো পুলিশ। রবিবার রাতে এলাকায় টহল দেওয়ার সময় খবর পায় পুলিশ। তার ভিত্তিতেই ওই দুই সন্দেহভাজনকে আটক করে তল্লাশি শুরু করে। পুলিশের তল্লাশিতে ওই দুই সন্দেহভাজনের ব্যাগ থেকে উদ্ধার হয় ৯.৭৮ গ্রাম মাদক। এরপর ওই দুই জনকে পুলিশ গ্রেফতার করে। তাদের সঙ্গে এই মাদক পাচার চক্রে আরও কোনও ব্যক্তি যুক্ত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande