
নাগপুর, ২৪ নভেম্বর(হি. স.) : অনূর্ধ্ব ২৩, টি - ২০ মহিলা ট্রফিতে বড় জয় ছিনিয়ে নিল বাংলা। তাদের কাছেই এদিন পরাস্ত হয়েছে অন্ধ্রপ্রদেশ। সোমবার মেয়েদের অনূর্ধ্ব ২৩, টি - ২০ ট্রফি ক্রিকেটে এলিট গ্রুপের খেলায় দুরন্ত জয় তুলে নিয়েছে বাংলা এবং অধিনায়িকা তিতাস সাধুর নেতৃত্বেই নাগপুরে। সেখানকার লেডি অমৃতবাঈ দাগা কলেজ মাঠে বাংলা দল এদিন - ৪৫ রানে অন্ধ্রপ্রদেশকে হারিয়ে দিয়েছে। উল্লেখ্য, বাংলা দল টসে জিতে প্রথম ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে। ওপেনার সুজাতা দে ৭টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ৮৭ রান করে। বোলিংয়ে সেরা - শ্রীচরণী পেয়েছে তিনটি উইকেট। এর জবাবে অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় দফায় ২০ ওভারে ৮ উইকেটে ১১৫ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। উল্লেখযোগ্য - ভি সাই সেতু ৬০ বলে ৬৫ রানে অপরাজিত। তিতাস সাধু ১টি মেডেন সমেত ৪ ওভারে ১৭ রানে তিনটি উইকেট তুলে নিয়েছে। এর পাশাপাশি সুস্মিতা গঙ্গোপাধ্যায় একজোড়া ও বিদিশা দে এবং কোয়েল সরকার ১টি করে উইকেট ঝুলিতে তুলতে সমর্থ হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত