নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন উইলিয়ামসন
অকল্যান্ড, ২৪ নভেম্বর (হি.স.): সবশেষ টেস্ট খেলেছিলেন গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে প্রায় ১১ মাস পর আবার নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন তিনি। উইলিয়ামসনকে ফিরিয়ে তিন টেস্টের প্রথম ম্যাচের জন্য সোমবার দল ঘোষণা করেছে নিউ
নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন উইলিয়ামসন


অকল্যান্ড, ২৪ নভেম্বর (হি.স.): সবশেষ টেস্ট খেলেছিলেন গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে প্রায় ১১ মাস পর আবার নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন তিনি।

উইলিয়ামসনকে ফিরিয়ে তিন টেস্টের প্রথম ম্যাচের জন্য সোমবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। শেষ টেস্ট ইনিংসটিতে তিনি করেছিলেন ১৫৬ রান। টেস্ট সিরিজ শুরু হবে ২ ডিসেম্বর থেকে। ১০ ডিসেম্বর দ্বিতীয় ও ১৮ ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ।

প্রথম টেস্টের জন্য নিউজিল্যান্ডের দল:

টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার তিকনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande