
কদমতলা (ত্রিপুরা), ২৪ নভেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার কদমতলা থানার অধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তার পাশ থেকে এক প্রবীণ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মধুমঙ্গল সিং (৬০), স্থানীয়দের কাছে বল্লভ সিং নামেই পরিচিত।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি মধুমঙ্গল সিং। রাতভর খোঁজাখুঁজির পর সোমবার সকালে তাঁর স্ত্রী পুনরায় বেরিয়ে খোঁজ করতে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন তাঁকে। খবর পেয়ে প্রেমতলা দমকল কর্মীরা তাঁকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিমল দাস তাঁকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ