কৈলাসহরে আগ্নেয়াস্ত্রসহ চার যুবক আটক, এলাকায় উত্তেজনা
কৈলাসহর (ত্রিপুরা), ২৪ নভেম্বর (হি.স.) : কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল সংলগ্ন তিলকপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ চার যুবককে ধরে পুলিশে তুলে দেয় স্থানীয়রা। ঘটনা রবিবার রাতে। সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় প্রথমে স্থানীয় মানুষজন তাদের আটক করেন। এরপর
আটক


কৈলাসহর (ত্রিপুরা), ২৪ নভেম্বর (হি.স.) : কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল সংলগ্ন তিলকপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ চার যুবককে ধরে পুলিশে তুলে দেয় স্থানীয়রা। ঘটনা রবিবার রাতে। সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় প্রথমে স্থানীয় মানুষজন তাদের আটক করেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জনতার ক্ষোভের মুখে পড়ে অভিযুক্তরা।

আটক হওয়া যুবকদের নাম দিলওয়ার হোসেন, আরশাদ আলী, সুহেল মিয়া ও আশরাফ আলী। তারা সবাই তিলকপুর ও ঢেপাছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করে।

ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি বন্দক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কৈলাসহর থানার ওসি তাপস মালাকার। তিনি বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চার যুবককে আমরা আটক করি। অস্ত্র উদ্ধার হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।”

ঘটনার পর তিলকপুর ও আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। জননিরাপত্তা নিয়ে চিন্তা বাড়লেও পুলিশ জানিয়েছে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande