ত্রিপুরায় এডহক প্রমোশন পলিসিকে নিয়মিত করতে মন্ত্রিসভার সিদ্ধান্ত
আগরতলা, ২৪ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা সরকারের ২০২১ সালে সরকারি কর্মচারীদের এডহক প্রমোশন পলিসিকে এখন থেকে নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সন্ধ্যায় সচিবালয়
মন্ত্রী সুশান্ত চৌধুরী


আগরতলা, ২৪ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা সরকারের ২০২১ সালে সরকারি কর্মচারীদের এডহক প্রমোশন পলিসিকে এখন থেকে নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে সুশান্ত চৌধুরী জানান, সুপ্রিমকোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকার ফলে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে এডহক পলিসি গ্রহণ করে। সেই অনুযায়ী গত ২০২৫ সালের জুন মাস পর্যন্ত ১৩ হাজার ৮২ জনের অধিক রাজ্য সরকারের সরকারি কর্মচারী এডহক ভিত্তিতে পদোন্নতি পেয়েছেন। কিন্তু তারা অবসর গ্রহণের পর আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।

রাজ্য সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্মচারীদের স্বার্থে অবসরপ্রাপ্ত কর্মচারী সহ সকল অংশের কর্মচারীদের নিয়মিতকরণের সুবিধার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, সুপ্রিমকোর্টে মামলার চূড়ান্ত নিষ্পত্তি সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande