সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে উদয়পুরে ইউনিটি মার্চ
উদয়পুর (ত্রিপুরা), ২৪ নভেম্বর (হি.স.) : সর্দার ভল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সোমবার গোমতী জেলার উদয়পুরে অনুষ্ঠিত হল ইউনিটি মার্চ। গোমতী জেলা প্রশাসন ও জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা উদয়পুর স্পোর্টস গ্রাউন্
উদয়পুরে ইউনিটি মার্চ


উদয়পুর (ত্রিপুরা), ২৪ নভেম্বর (হি.স.) : সর্দার ভল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সোমবার গোমতী জেলার উদয়পুরে অনুষ্ঠিত হল ইউনিটি মার্চ। গোমতী জেলা প্রশাসন ও জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা উদয়পুর স্পোর্টস গ্রাউন্ড থেকে শুরু হয়ে নিউ টাউন রোড ব্রহ্মাবাড়ি হয়ে মাতাবাড়িতে গিয়ে সমাপ্ত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, ভারতের লৌহমানব সর্দার প্যাটেলের আদর্শকে সর্বস্তরে ছড়িয়ে দিতে এবং জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি জানান, স্বাধীনতার পরে দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে একটি সুসংহত ভারত গড়ে তোলেন সর্দার প্যাটেল— যা ইতিহাসে এক অনন্য অধ্যায়।

অর্থমন্ত্রী আরও বলেন, জাতীয় ঐক্য কোনও ভাষা, জাতি, ধর্ম বা অঞ্চলের সীমাবদ্ধতা মানে না। ঐক্যই দেশের প্রকৃত শক্তি। আধুনিক বিশ্বে সৌহার্দ্য, সম্মান ও দায়িত্ববোধ বজায় রেখে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি।

অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, আগামী দিনের ভারত গড়বে নবীন প্রজন্ম। তাই সর্দার প্যাটেলের আদর্শ অনুসরণ করে সকলকে দায়িত্বশীল নাগরিকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান তিনি। তাহলেই প্যাটেলের স্বপ্নের শক্তিশালী ভারত গঠন বাস্তবে পরিণত হবে বলে মন্তব্য করেন বিধায়ক।

এই ইউনিটি মার্চে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে, সমাজসেবিকা সবিতা নাগসহ বিভিন্ন দফতরের প্রতিনিধি ও বহু স্বেচ্ছাসেবক।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande