ধর্মেন্দ্রর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি অমিতাভ বচ্চনের
মুম্বই, ২৫ নভেম্বর (হি.স.) : কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন অমিতাভ বচ্চন। । ২৪ নভেম্বর সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ধর্মেন্দ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর ৷ তাঁর মৃত্যু সংবাদে সমগ্র ভারতীয় চ
ধর্মেন্দ্রর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন অমিতাভ বচ্চন


মুম্বই, ২৫ নভেম্বর (হি.স.) : কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন অমিতাভ বচ্চন। । ২৪ নভেম্বর সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ধর্মেন্দ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর ৷ তাঁর মৃত্যু সংবাদে সমগ্র ভারতীয় চলচ্চিত্র জগত শোকাহত। চলচ্চিত্র জগতের তারকারা সামাজিক মাধ্যমে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিগ বি অমিতাভ বচ্চন–ও তাঁর বন্ধুকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

অমিতাভ বচ্চন সোমবার গভীর রাতে সামাজিক মাধ্যমে লিখেছেন, আরেকজন বীরবিক্রম আমাদের ছেড়ে চলে গেল। এই মঞ্চ ছেড়ে চলে গেল। এক অসহ্য নীরবতা দিয়ে গেলে ধর্মজি। তুমি মহত্ত্বের প্রতীক। শুধু শারীরিক উপস্থিতি নয়, বড় মনের অধিকারী ধর্মজির সরলতা বারবার মুগ্ধ করেছে আমাদের। কালের নিয়মে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বহু বদল এসেছে কিন্তু ধর্মেন্দ্র চিরন্তন। ওঁর নম্র ব্যক্তিত্ব, সারল্য, চার্ম কোনওদিন বদলে যেতে দেখিনি। পাঞ্জাবের ভূমিপুত্র হিসেবে যে মাটির স্বাদ নিয়ে এসেছিলেন চিরকাল সেটাই বজায় রেখেছেন। গত কয়েক দশকে সিনেইন্ডাস্ট্রি অনেক পরিবর্তনের সাক্ষী থেকেছে, সৌভ্রাতৃত্ববোধও বদলেছে কিন্তু ধর্মেন্দ্রর গৌরবময় ফিল্মি আখ্যানজুড়ে সেই মাটির গন্ধ রয়ে গিয়েছে। এমন আকর্ষণীয় ব্যক্তিত্ব, চার্মিং ন্যাচার, বড় মন এই পেশায় খুবই বিরল। আমার চারপাশের বাতাস কেমন ভারী হয়ে আসছে! এই শূন্যতা কোনওদিন ভরাট হবে না। প্রার্থনা রইল।

প্রসঙ্গত, বলিউড সিনেমার সবচেয়ে স্মরণীয় অভিনেতা অমিতাভ এবং ধর্মেন্দ্রের অন-স্ক্রিন জুটি ছিল হিন্দি সিনেমার সবচেয়ে আইকনিক জুটিগুলির মধ্যে একটি। তাঁরা শোলে, চুপকে চুপকে, নসিব, অন্ধা কানুন, রাম বলরাম সহ অনেক স্মরণীয় ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এবং শোলেতে জয়-বীরুর বন্ধুত্ব এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং বাস্তব জীবনেও এই দুই অভিনেতার বন্ধুত্ব সমানভাবে গভীর ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande