সাইপ্রাসের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ রাজ্যসভার চেয়ারম্যানের
নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধকৃষ্ণন মঙ্গলবার দিল্লির সংসদ ভবনে সাইপ্রাসের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দলের নেতৃত্ব দেন সাইপ্রাসের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ এর প্রেসিডেন্ট আন্নিতা দে
সাইপ্রাসের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ রাজ্যসভার চেয়ারম্যানের


নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধকৃষ্ণন মঙ্গলবার দিল্লির সংসদ ভবনে সাইপ্রাসের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দলের নেতৃত্ব দেন সাইপ্রাসের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ এর প্রেসিডেন্ট আন্নিতা দেমেত্রিওউ।

সামাজিক মাধ্যমে এক বার্তায় সি পি রাধকৃষ্ণন জানান, ভারত ও সাইপ্রাসের মধ্যে দীর্ঘকালীন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করে তুলতে সংসদীয় আদান প্রদান বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরেও গুরুত্ব দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande