মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে বিএলওদের অবস্থান বিক্ষোভ, বিতর্ক
কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : তৃণমূল সমর্থক বিএল‌ও''দের একাংশের বিক্ষোভের জেরে গত রাতে সিইও বেরিয়ে গেলেও তৃণমূল সমর্থক বিএল‌ও, শিক্ষক ও অধ্যাপক সংগঠনের নেতারা দীর্ঘ সময় ধরেই বিক্ষোভে সামিল রয়েছে। মঙ্গলবার ৪র্থ তলায় মুখ্য নির্বাচন আধিকারিকের অফ
মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে বিএলওদের অবস্থান বিক্ষোভ, বিতর্ক


কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : তৃণমূল সমর্থক বিএল‌ও'দের একাংশের বিক্ষোভের জেরে গত রাতে সিইও বেরিয়ে গেলেও তৃণমূল সমর্থক বিএল‌ও, শিক্ষক ও অধ্যাপক সংগঠনের নেতারা দীর্ঘ সময় ধরেই বিক্ষোভে সামিল রয়েছে। মঙ্গলবার ৪র্থ তলায় মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসের বাইরে এখন‌ও উপস্থিত রয়েছেন তাঁরা। সেখানে এই মুহূর্তে যে ৭ জন এখন‌ও অবস্থান বিক্ষোভে যুক্ত তাঁরা হল, দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ডহারবার তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা ম‌ইদুল ইসলাম। পেশায় তিনি শিক্ষক কিন্ত বিএল‌ও নয়। মানিকতলা এলাকার এক বুথের অমিত মণ্ডল। পুরুলিয়া (১৯৬) নম্বর অংশের সোনালি চক্রবর্তী। জোড়াসাঁকো পার্টের - (১৯৪) তনুশ্রী ভট্টাচার্য। সইফুল্লা হালদার দক্ষিণ ২৪ পরগণা জেলার রায়দিঘীর, পার্ট নম্বর - (৩৫)। তৃণমূল কংগ্রেসের সমর্থক ও বিক্ষোভকারীদের বক্তব্য, মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা না দেওয়া পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করছেন না।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande