
কল্যাণী, ২৫ নভেম্বর (হি. স.) : কোচবিহার ট্রফিতে ফের জয় বাংলার। চন্ডীগড়ের পরাজয় । তাদের বিরুদ্ধেই ইনিংস ও ২০৪ রানে জয় পেল বাংলা। কল্যাণীতে তিনদিন নির্ধারিত সময়ের আগেই খেলা সমাপ্ত। বল হাতে রোহিত ও অগস্ত্য'র সাফল্য সন্দেহাতীত।
ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল জানিয়েছে, কোচবিহার ট্রফিতেই অপ্রতিরোধ্য বাংলা। অসমের পর এবার চণ্ডীগড়ের বিরুদ্ধেও ইনিংস জয় সুনিশ্চিত করল কোচ সৌরাশিস লাহিড়ীর প্রশিক্ষণাধীন বাংলা দল। তবে, জয়ের ব্যবধান আরও বড়।
উল্লেখ্য, অধিনায়ক চন্দ্রহাস দাশ খেলা শেষ হওয়ার আগের দিনেই জানায়, এই ম্যাচে জয় নিশ্চিত। তৃতীয় দিনে তা সত্যি প্রমাণ করেছে তারা। চণ্ডীগড়কে ইনিংস ও ২০৪ রানে উড়িয়ে দিতে পুরো যে তিনদিনও লাগে নি। মঙ্গলবার কল্যাণীর বাংলা ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডে ৬১.২ ওভারে ৩০২ রানে চণ্ডীগড়ের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে। আদিত্য ৭২ বলে ১১১ রানে অপরাজিত। ওপেনার রূপেশ যাদব ১০৭ বলে ৫০ রান। অগস্ত্য শুক্লা'র বোলিং গড় (৭-১৮-৬৪-৪)। রোহিত ১টি মেডেন-সহ ১০.২ ওভারে ৮৩ রানে চার উইকেট তুলে নেয়। বিরাট চৌহান ৬ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট দখল করেন।
এর আগে, চন্দ্রহাসের ৩১৯ বলে ৩৩২ রান, সায়ন পালের ১৫৩ বলে ১১৩ রান ও আশুতোষ কুমারের ৬৮ বলে অপরাজিত ৫৩ রানের দৌলতে বাংলা ৭ উইকেটে ৬২৮ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার্ড ঘোষণা করে। এর জবাবে ১২২ রান করে ফলো - অনে বাধ্য হয়েছে চণ্ডীগড়। প্রথম ইনিংসে রোহিত ৫টি, অগস্ত্য ও আশুতোষ ২টি করে উইকেট নিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত