হাওড়া খেলনগরীতে ক্রিকেট উৎকর্ষ কেন্দ্র, জমি হস্তান্তরে হিডকো
কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : হাওড়া জেলার ডুমুরজলায় খেলনগরীতে স্টেট অব দ্য আর্ট ক্রিকেট সেন্টার অব এক্সেলেন্স গড়ার জন্য সিএবি''কে মঙ্গলবার জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে হিডকো। উল্লেখ্য, ৮.৯৩ একর জমিতে অত্যাধুনিক সুবিধাযুক্ত এই পরিকাঠামো ত
খেলনগরীতে উৎকর্ষ কেন্দ্র, জমি হস্তান্তরে হিডকো


কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : হাওড়া জেলার ডুমুরজলায় খেলনগরীতে স্টেট অব দ্য আর্ট ক্রিকেট সেন্টার অব এক্সেলেন্স গড়ার জন্য সিএবি'কে মঙ্গলবার জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে হিডকো।

উল্লেখ্য, ৮.৯৩ একর জমিতে অত্যাধুনিক সুবিধাযুক্ত এই পরিকাঠামো তৈরি করবে ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল। সেখানে স্পোর্টস সায়েন্স সেন্টার, ইন্ডোর ও আউটডোর নেট প্র্যাকটিসের ব্যবস্থা রয়েছে, জিম, ক্রিকেটারদের থাকার জায়গা-সহ নানাবিধ ব্যবস্থাপনা গড়ে তোলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ডুমুরজলায় জমি হস্তান্তর প্রক্রিয়ার সূচনা পর্বে এদিন উপস্থিত ছিলেন সিএবি যুগ্ম সচিব মদন মোহন ঘোষ, সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, ডুমুরজলা আকাদেমির চেয়ারম্যান দেবাশিস গঙ্গোপাধ্যায়, সিএবি-র সিইও চিন্ময় নায়েক, অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সুরজিৎ লাহিড়ী ও ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর পদস্থ আধিকারিকরা। হিডকো'র তরফেও বিশিষ্টদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন এস্টেট ম্যানেজার ইন-চার্জ অমিতাভ ভট্টাচার্য প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande