জানা গেল টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ
দুবাই, ২৫ নভেম্বর (হি.স.): আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের সূচী এখনও প্রকাশ করেনি আইসিসি। তবে তাঁর আগেই ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ সোমবার প্রকাশ করা হয়েছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াই।
জানা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ


দুবাই, ২৫ নভেম্বর (হি.স.): আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের সূচী এখনও প্রকাশ করেনি আইসিসি। তবে তাঁর আগেই ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ সোমবার প্রকাশ করা হয়েছে।

২০২৬ টি-২০ বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াই। ভারত-পাকিস্তানের এই ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একমত হয়েছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। যেহেতু শ্রীলঙ্কা টুর্নামেন্টটি সহ-আয়োজক, তাই এই হাইভোল্টেজ ম্যাচটি কলম্বোতে হওয়ার সম্ভাবনা বেশি। ভারত টি-২০ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটি খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে । আর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। পাকিস্তান ফাইনালে পৌঁছালে শুধু ফাইনাল ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande