রাজ্য সাংগঠনিক পূর্ণ গঠন সভা ও কর্মী সম্মেলনের সূচনা
কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : ভারতীয় জনতা মজুর মঞ্চে মঙ্গলবার রাজ্য সাংগঠনিক পূর্ণ গঠন সভা ও কর্মী সম্মেলনের উদ্বোধন হয়। ওই সম্মেলন থেকে একাধিক দাবি নিয়েই এদিন সংগঠনকে আরো শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছেন সদস্যরা। আগামীদিনের লক্ষ্য প্রতিটি জেলায়
পূর্ন গঠন সভা


কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : ভারতীয় জনতা মজুর মঞ্চে মঙ্গলবার রাজ্য সাংগঠনিক পূর্ণ গঠন সভা ও কর্মী সম্মেলনের উদ্বোধন হয়। ওই সম্মেলন থেকে একাধিক দাবি নিয়েই এদিন সংগঠনকে আরো শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছেন সদস্যরা। আগামীদিনের লক্ষ্য প্রতিটি জেলায় কর্মী সম্মেলনের আয়োজন ও সংগঠন গড়ে তোলা । এই সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি ড. মহেশ শর্মা ও রাজ্য সভাপতি পশুপতি মন্ডল ও সাংগঠনিক সদস্যবৃন্দ। এদিকে, অনুষ্ঠান শুরুর আগে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর স্বাগত ভাষণ। অতিথি বরণ দিয়েই মূল অনুষ্ঠান শুরু। তারপর বিজেপি র নেতৃত্বের তরফেও ভাষণ প্রদান। মূল সুর - আগামী দিনে ক্ষেতমজুর সমস্ত সংগঠনের ন্যূনতম ৮ ঘন্টা কাজ ও তাদের বেতন সুনিশ্চিত করা। উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপির সম্পাদক রাহুল সিনহা, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, অধ্যাপক নারায়ণ হালদার ছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দ। সভা শেষে প্রেস ক্লাবে সর্বভারতীয় সভাপতি মহেশ শর্মা সাংবাদিক সম্মেলন করেন। আগামীদিনে ক্ষেতমজুরদের ওপর অত্যাচার হলে তীব্র প্রতিবাদ করা হবে - এই অঙ্গীকার গ্রহণ করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande