
বুয়েনোস আইরেস, ২৫ নভেম্বর(হি.স.) : আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এর মধ্যেই বিশ্বকাপের আগে নিজেদের পরিকল্পনা ঠিক করে ফেলেছে। মার্চের ২৩ থেকে ৩১ তারিখের মধ্যে স্পেনের বিপক্ষে ফাইনালিসিমা অনুষ্ঠিত হবে, যার সম্ভাব্য ভেন্যু লুসাইল। আর জুনের প্রথম সপ্তাহে বিশ্বকাপের আগেই এক বা দুইটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর তাদের মূল অভিযান শুরু হবে ১১ জুন। আগামী ৫ ডিসেম্বর বিশ্বকাপের গ্রুপ নির্ধারণী ড্র অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের আগে মেসির ম্যাচের সূচি–
২ জানুয়ারি– ইন্টার মায়ামি-লস অ্যাঞ্জেলেস এফসি
১ মার্চ– ইন্টার মায়ামি-ওরল্যান্ডো সিটি
৭ মার্চ– ইন্টার মায়ামি-এফসি ইউনাইটেড
১৪ মার্চ– ইন্টার মায়ামি-শার্লট এফসি
২১-৩১ মার্চ– আর্জেন্টিনা-স্পেন (ফাইনালিসিমা)
২২ মার্চ– ইন্টার মায়ামি-নিউইয়র্ক এফসি
৪ এপ্রিল– ইন্টার মায়ামি-অস্টিন এফসি (মায়ামি ফ্রিডম পার্কের অভিষেক)
১১ এপ্রিল– ইন্টার মায়ামি-নিউইয়র্ক রেডবুলস
১৮ এপ্রিল– ইন্টার মায়ামি-কলোরাডো র্যাপিডস
২৫ এপ্রিল– ইন্টার মায়ামি-নিউ ইংল্যান্ড রেভোলুশন
২ মে– ইন্টার মায়ামি-ওরল্যান্ডো সিটি
৯ মে– ইন্টার মায়ামি-টরেন্টো এফসি
১৩ মে– ইন্টার মায়ামি-এফসি সিনসিনাটি
১৭ মে– ইন্টার মায়ামি-পোর্টল্যান্ড টিম্বার্স
২৪ মে– ইন্টার মায়ামি-শিকাগো ফায়ার
১১ জুন– বিশ্বকাপ শুরু
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি