
নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস উদযাপনে অংশগ্রহণ করবেন। এই বছরটি সংবিধান গৃহীত হওয়ার ৭৬-তম বার্ষিকী। এই উদযাপনে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, উভয় কক্ষের সাংসদ সহ অন্যান্যরা অংশগ্রহণ করবেন।
ভারতের রাষ্ট্রপতি এই অনুষ্ঠানের সময় ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠের নেতৃত্ব দেবেন। এছাড়াও, মালয়ালম, মারাঠি, নেপালি, পাঞ্জাবি, বোডো, কাশ্মীরি, তেলেগু, ওড়িয়া এবং অসমিয়া সহ নয়টি ভাষায় ভারতের সংবিধানের অনুবাদিত সংস্করণ প্রকাশিত হবে। একটি পুস্তিকাও এই অনুষ্ঠানের সময় প্রকাশিত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা