
নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের জিএমআর অ্যারোস্পেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক-এ অবস্থিত সাফরান এয়ারক্রাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া ফেসিলিটির উদ্বোধন করবেন।
জিএমআর অ্যারোস্পেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক - এসইজেডের মধ্যে ৪৫,০০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত এই অত্যাধুনিক সুবিধাটি প্রায় ১,৩০০ কোটি টাকার প্রাথমিক বিনিয়োগে তৈরি করা হয়েছে। বার্ষিক ৩০০টি লিপ ইঞ্জিন পরিষেবা দেওয়ার জন্য ডিজাইন করা, এসএইএসআই সুবিধাটি ২০৩৫ সালের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকরী ক্ষমতায় পৌঁছানোর পরে ১,০০০ জনেরও বেশি দক্ষ ভারতীয় প্রযুক্তিবিদ এবং প্রকৌশলী নিয়োগ করবে। এই সুবিধাটিতে বিশ্বমানের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এবং মেরামত পরিষেবা প্রদানের জন্য উন্নত প্রক্রিয়া সরঞ্জাম থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা