ভারতকে হোয়াইটওয়াশ করতে আর ৮ উইকেট দরকার দক্ষিণ আফ্রিকার
গুয়াহাটি, ২৫ নভেম্বর (হি.স.) : গত বছর ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে তিন টেস্টের সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। ঠিক এক বছর পর আবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ মুখে গৌতম গম্ভীরের দল। গুয়াহাটি টেস্টের পঞ্চম দিনে জয়
ভারতকে হোয়াইটওয়াশ করতে আর ৮ উইকেট দরকার দক্ষিণ আফ্রিকার


গুয়াহাটি, ২৫ নভেম্বর (হি.স.) : গত বছর ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে তিন টেস্টের সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। ঠিক এক বছর পর আবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ মুখে গৌতম গম্ভীরের দল। গুয়াহাটি টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ৮ উইকেট।

মঙ্গলবার গুয়াহাটি টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৭ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ভারত। পঞ্চম দিনে জয়ের জন্য ভারতকে আরও ৫২২ রান করতে হবে, হাতে আছে ৮ উইকেট। চতুর্থ দিনের শেষে ব্যাটিং করতে নেমে ভারত জয়সওয়াল (১৩) ও কেএল রাহুলের (৬) উইকেট হারিয়েছে। দুটি উইকেট নিয়েছেন ইয়ানসেন আর হার্মার। সাই সুদর্শন ২ ও কুলদীপ যাদব ৪ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছেন।

এর আগে সোমবার বিনা উইকেটে ২৬ রান নিয়ে দিন শেষ করা দক্ষিণ আফ্রিকা মঙ্গলবার ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে। স্ট্যাবস ৯৪ রান করে জাদেজার বলে বোল্ড হন। এছাড়া টনি ডি জর্জি ৪৯, উইয়ান মুল্ডার ও রায়ান রিকেলটন ৩৫ ও এইডেন মার্করাম ২৯ রান করেন। জাদেজা ৬২ রানে ৪টি এবং সুন্দর ১টি উইকেট নিয়েছেন।

জয়ের জন্য চতুর্থ ইনিংসে ভারতকে ৫৪৯ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলেরই। ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৩ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারত। সেটিই এখনও পর্যন্ত ভারতের সফলতম রান তাড়ার রেকর্ড।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande